০৫ মে ২০২৪, রবিবার, ১১:৫৮:৫০ পূর্বাহ্ন


পাঁচ ভিক্ষুককে ভ্যানগাড়ি দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৩
পাঁচ ভিক্ষুককে ভ্যানগাড়ি দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি পাঁচ ভিক্ষুককে ভ্যানগাড়ি দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি


ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় পাঁচ ভিক্ষুককে ভ্যানগাড়ি দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি করে দেওয়া হয়েছে।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ওই ৫জন ভিক্ষকুকে ৫টি ভ্যান দেওয়া হয়। ভ্যান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, জাতীয় পাটির আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ন আহবায়ক আবু তাহের,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।

ভ্যান পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ঠ অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।