২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৪১:২৮ অপরাহ্ন


নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৬২
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২২
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৬২ ফাইল ফটো


নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছে।

উত্তর পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যে স্বেচ্ছাসেবী পাহারাদার দলকে লক্ষ্য করে এ হামলা চালায় বন্দুকধারীরা।

এই তথ্য জানান স্থানীয় পুলিশের এক মুখপাত্র। মধ্য জানুয়ারির পর থেকে রাজ্যটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা এটি।

কেবির 'ইয়ান সা কাই' পাহারাদার দলের প্রধান উসমান সানি জানান, রবিবার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযানের কথা জেনে আগাম জেনে গিয়ে তারা হামলা হামলা তাদের দলের ৬২ জন স্বেচ্ছাসেবী নিহত হন ।

এর আগে চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে কেবিতে মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে হত্যা করেছিল।

রাজশাহীর সময় /এএইচ