২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:২২:০০ পূর্বাহ্ন


পুলিশ সুপার পরিচয়ে আদালতে ঢুকে বিচারককে অপহরণের হুমকি !
রিয়াজ উদ্দিন :
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২২
পুলিশ সুপার পরিচয়ে আদালতে ঢুকে বিচারককে অপহরণের হুমকি ! পুলিশ সুপার পরিচয়ে আদালতে ঢুকে বিচারককে অপহরণের হুমকি !


অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে আদালত কক্ষে ঢুকে বিচারককে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার কলকাতা ফাস্ট ট্র্যাক কোর্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার কলকাতা ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত বিচারকের এজলাসে জোর করে প্রবেশ করে দুই যুবক । নিজেদের হায়দরাবাদ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বলে নিজেদের পরিচয় দেন তাঁরা। এর পর বিচারককে হুমকি দেন, একটি মামলার রায় তাদের পক্ষে না দিলে বিচারককে অপহরণ করে হায়দরাবাদে নিয়ে যাবেন তাঁরা। 

সাথে সাথে আদালত থেকে হেয়ার স্ট্রিট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে আদালতে উপস্থিত হন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার কর্মকর্তারা। এরপর দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে তাঁরা নিশ্চিত হন, ভুয়া পরিচয় দিয়েছেন তাঁরা। হায়দরাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও জানান তারা পরিচয় ভুয়া। এর পর তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে হায়দরাবাদ পুলিশের পরিচয়পত্র উদ্ধার হয়েছে। তবে তাতে যে ছবি রয়েছে তার সঙ্গে তাদের চেহারার মিল নেই।

রাজশাহীর সময় / জি আর