০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:২৯:৩৮ অপরাহ্ন


কোমরের বেল্টে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ!
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৩
কোমরের বেল্টে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ! চাঁদপুরে সাত স্বর্ণের বার জব্দ। ছবি: সময় সংবাদ


চাঁদপুরে কোমরের বেল্ট থেকে পৌনে চার কেজি ওজনের সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে ওই দুজনকে আটক করা হয়। এরপরই তাদের তল্লাশি চালিয়ে ওই স্বর্ণ জব্দ করা হয়। ওই স্বর্ণের দাম তিন কোটি ১৬ লাখ টাকা বলে জানায় পুলিশ।

স্বর্ণসহ আটক দুই ব্যক্তির মধ্যে বিকাশ ধর সুমনের বাড়ি চট্টগ্রাম নগীর আন্দরকিল্লায় এবং অন্যজন মনোরঞ্জন ভৌমিকের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়।

জানা গেছে, রাতে নিয়মিত টহল দিচ্ছিল সদর মডেল থানা পুলিশের একটি দল। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশা থামানোর নির্দেশ দেয় টহল পুলিশ। তার মধ্যে দুই যাত্রীর আচরণে সন্দেহ হয় পুলিশের। এ সময় ওই দুই যাত্রীর শরীর তল্লাশি করা হলে কোমরে বিশেষভাবে তৈরি করা বেল্ট থেকে ৭টি বার জব্দ করা হয়। তাদের একজনের কোমরে দুটি অন্যজনের কোমরে পাওয়া যায় ৫টি স্বর্ণের বার।

অন্যদিকে, বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে স্বর্ণের চালান সম্পর্কে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়।

তিনি বলেন, এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক মামনুর রশিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে ওই দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে।