০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:২৯:৩৮ অপরাহ্ন


গণধর্ষণের শিকার গৃহবধূ, অপমানে আত্মহত্যা করলো দম্পতি
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৩
গণধর্ষণের শিকার গৃহবধূ, অপমানে আত্মহত্যা করলো দম্পতি গণধর্ষণের শিকার গৃহবধূ, অপমানে আত্মহত্যা করলো দম্পতি


গণধর্ষণের শিকার হয়ে গৃহবধূ ও তাঁর স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। উত্তরপ্রদেশের  বসতি জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ওই দম্পতির তিন সন্তান রয়েছে। তাদের বয়স যথাক্রমে ৮, ৬ ও ১।

জানা গেছে, গত বুধবার রাতে তাঁদের বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে দুই ধর্ষক। দুষ্কৃতিরা ঘটনাস্থল থেকে চলে গেলে নির্যাতিতা ও তাঁর স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেন। তবে তার আগে একটি ভিডিও রেকর্ড করে সেখানে অভিযুক্তদের নাম বলে যান তাঁরা।

পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এক অভিযুক্তের বয়স ২৫। অন্যজনের বয়স ৪৫। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিক ভাবে পুলিশের ধারনা, জমি সংক্রান্ত ঝামেলার কারণেই ওই অপরাধ করেছে অভিযুক্তরা। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নারী নির্যাতনের ঘটনা উত্তরপ্রদেশে বারবার ঘটতে দেখা গেছে। কিছুদিন আগেই এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৫ জনের বিরুদ্ধে। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।