২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৯:৩২:৩৫ অপরাহ্ন


রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের দুই হাজার ৫৮১ সামরিক স্থাপনা ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৯-০৩-২০২২
রুশ বাহিনীর হামলায়  ইউক্রেনের দুই হাজার ৫৮১ সামরিক স্থাপনা ধ্বংস রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের দুই হাজার ৫৮১ সামরিক স্থাপনা ধ্বংস


রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনের এ পর্যন্ত ২ হাজার ৫৮১ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের রাশিয়ার এই সামরিক কর্মকর্তা জানান, সামরিক স্থাপনার পাশাপাশি রুশ সেনারা ইউক্রেনের ৮৯৭টি ট্যাংক ও সাঁজোয়া যান, ৯৫টি রকেট নিক্ষেপ ব্যবস্থা, ৩৩৬টি কামান ও মর্টার, ৬৬২টি বিশেষ সামরিক যান এবং ৮৪টি চালকবিহীন বোমারু বিমান ধ্বংস করেছে।

এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানান, শুধু মঙ্গলবারেই রাশিয়ার যুদ্ধবিমানের হামলায় ইউক্রেনের ৩২টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।

এদিকে সামরিক অভিযান শুরুর পর রুশ সেনা হতাহতের খবর নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ইউক্রেনের দাবি, তারা এখন পর্যন্ত রাশিয়ার ১২ হাজার সেনাকে হত্যা করেছে। এ ছাড়া রুশ বাহিনীর ৪৮টি যুদ্ধবিমান, ৩০৩টি ট্যাংক, ৮০টি হেলিকপ্টার এবং হাজারের বেশি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, দুই থেকে চার হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে অবশ্য নিজেদের ৪৯৮ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল মস্কো। সূত্র: স্পুতনিকের

রাজশাহীর সময় / এম আর