কলেজছাত্রীকে প্রকাশ্য রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ২ যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবারেরদক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে এ ঘটনা। তবে অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নির্যাতিতার জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন তিনি। তখন ২ যুবক তাঁকে অপহরণ করে সেকেন্দরপুরে নিয়ে যায়। সেখানে একটি পরিত্যক্ত ঘরে তাঁকে গণধর্ষণ করে অভিযুক্তরা। গোটা ঘটনার ভিডিয়ো তুলে তাঁকে ব্ল্যাকমেল করে টাকাও আদায় করে তারা। এমনকী হুমকি দিয়ে বলে, ভবিষ্যতে তাদের দাবি মতো যৌন মিলনে রাজি না হলে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাউরাল করে দেওয়া হবে।
কোনও ক্রমে নিজেকে বাঁচিয়ে থানায় পৌঁছন ওই ছাত্রী। সেখানে ২ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে ২ অভিযুক্তকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।
ছাত্রীর পরিবারের দাবি, অভিযুক্তরা তৃণমূল সমর্থক বলে তাদের বাঁচানোর চেষ্টা করছেন আধিকারিকরা।
ওদিকে অভিযুক্তদের পরিবারের দাবি, অভিযোগকারী কলেজ ছাত্রীর পরিবার ISF করে। তাই তাদের বিরুদ্ধে প্রতিহিংসা থেকে এই অভিযোগ করা হয়েছে।