বিশ্নবজুড়ে নজর এখন ইউক্রেন ও রাশিয়ার উপর। এই মুহূর্তে ইউক্রেন দখলে লড়াই করছেন হাজার হাজার রুশ সেনা। এবার আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগে রাশিয়ার যুদ্ধরত সেনাদের মা, বোন, স্ত্রী এবং গার্লফ্রেন্ডদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার রুশ প্রেসিডেন্ট বলেন, " সে সমস্ত রুশ সেনার মা, বোন, স্ত্রী এবং গার্লফ্রেন্ডদের উদ্দেশে এই বার্তা যাঁরা এই মুহূর্তে দেশকে বাঁচানোর জন্য মিলিটারি অপারেশনে অংশ নিয়েছেন...আমি বুঝতে পারছি আপনারা আপনাদের ভালোবাসার মানুষদের নিয়ে উদ্বিগ্ন। এই মুহূর্তে গোটা দেশ তাঁদের জন্য গর্ব অনুভব করছে। আপনাদেরও তাঁদের উপর গর্ব অনুভব করা উচিত। আপনারা তাঁদের জন্য উদ্বিগ্ন। এই সেনা অভিযানে অংশ নেওয়া সৈন্যরা জোর করে কোনও শত্রুতায় অংশ নেবে না।"