বগুড়ার শেরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে দুইব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর একটায় উপজেলার খানপুর ইউনিয়নে ছাতিয়ানি গ্রামে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া পৌরসভার নিশিন্ধারা মন্ডলপাড়া এলাকার জাকারিয়া জাকির (২৭) এবং নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে রানী খাতুন (১৯)।
বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান , রোববার দুপুরে জেলার শেরপুর উপজেলা সদর থেকে প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো খ ১২-৬০০৫) আঞ্চলিক মহাসড়কে উঠে। পথিমধ্যে গাড়িটি উপজেলার খানপুর ইউনিয়নে ছাতিয়ানি গ্রামে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এসময় গাড়িটির চালকসহ ভিতর থাকা দু’জন বের হয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটির ভিতর থেকে জাকারিয়া ও রানী নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনা-কবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।