২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৯:৪৩:০৪ অপরাহ্ন


বগুড়ায় ছাত্রের রহস্যজনক মৃত্যু ! রক্তাক্ত দেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৪
বগুড়ায় ছাত্রের রহস্যজনক মৃত্যু ! রক্তাক্ত দেহ উদ্ধার বগুড়ায় ছাত্রের রহস্যজনক মৃত্যু ! রক্তাক্ত দেহ উদ্ধার


বগুড়ায় টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ হাসানের (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে কয়েকজন বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। সৌরভ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন বলে তারা সটকে পড়েন। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে নিহতের স্বজনদের ধারণা— পূর্ব কোনো বিরোধের জেরে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ ও এলাকাবাসী জানান, সৌরভ হাসান বগুড়া সদরের ঠেঙ্গামারা তালুকদারপাড়ার আবদুল মোমিনের ছেলে। সৌরভ টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি শনিবার রাত ১০টার দিকে ঠেঙ্গামারা এলাকায় একটি দোকানে একই প্রতিষ্ঠানের সহপাঠী চাচাতো ভাইয়ের সঙ্গে বসে চা পান করছিলেন। এ সময় তার কয়েকজন বন্ধু সেখানে আসেন। তারা সৌরভকে ডেকে নিয়ে যান। 

আধা ঘণ্টা পর বন্ধুদের একজন ফোনে স্বজনদের জানান, সৌরভ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা ওই হাসপাতালে গিয়ে সৌরভের রক্তাক্ত লাশ দেখতে পান। সেখানে সৌরভের বন্ধুদের কাউকে পাওয়া যায়নি।

এদিকে সৌরভের মাথার পেছনে ও শরীরের অন্যান্য স্থানে আঘাতে চিহ্ন ও বন্ধুদের পালিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়। স্বজনরা বলছেন, পূর্ব কোনো বিরোধের জেরে বন্ধুরা তাকে ডেকে নিয়ে আঘাতে হত্যা করেছে। কারণ মহাসড়কের সম্ভাব্য স্থানে রক্ত দেখা গেলেও দুর্ঘটনার কোনো চিহ্ন পাওয়া যায়নি।

রোববার সকালে বগুড়া সদর থানার এসআই আনিসুর রহমান জানান, সৌরভকে ডেকে নিয়ে যাওয়া বন্ধুদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই কেবল তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে স্বজনরা মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।