০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:২৬:৩৮ অপরাহ্ন


বাকি সব মামলা দ্রুত প্রত্যাহার দাবিতে বগুড়া জুড়ে বিএনপির মিছিল
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২৪
বাকি সব মামলা দ্রুত প্রত্যাহার দাবিতে বগুড়া জুড়ে বিএনপির মিছিল বাকি সব মামলা দ্রুত প্রত্যাহার দাবিতে বগুড়া জুড়ে বিএনপির মিছিল


হাইকোর্টে ২১ আগষ্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অন্যদের খালাসের খবর পাওয়ার পরপরই বগুড়ায় বিএনপির সর্বস্তরের নেতা কর্মিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সবায় জড়ো হয় দলীয় কার্যালয়ের সামনে। রায়ের খবর কনফার্ম হওয়ার পরপরই জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সিনিয়র নেতা আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির সভাপতি চৌধুরী হামিূুদুল হক হিরুর বগুড়া জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়।

এপ্রসঙ্গে বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সদর বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল জানান, মনে হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার কুক্ষিগত বিচার বিভাগ এখন স্বাধীনভাবে চিন্তা ভাবনা করে রায় দিতে পারছে। এই ঐতিহাসিক রায় তার প্রমান। তিনি বলেন, শুধু বগুড়া জেলা ও শহর নয় বগুড়ার প্রত্যেকটি উপজেলায় বিএনপি নেতা কর্মিরা রায়কে স্বাগত জানিয়ে মিছিল করেছে। শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম জানান, শুধু ২১ আগষ্টের মামলা নয় বরং তার বিরুদ্ধে দায়ের করা প্রত্যেকটি মামলা দ্রুত প্রত্যাহার করে তাঁর দেশে ফেরার ব্যবস্থা নিতে হবে। কারণ তার মত গ্রহণযোগ্য নেতৃত্বের বড়ই প্রয়োজন বাংলাদেশের।