২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০১:৫৪:০৯ অপরাহ্ন


মদ্যপানে ঝুঁকি বেশি কোন বয়সী পুরুষদের?
ফারহানা জেরিন
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২৩
মদ্যপানে ঝুঁকি বেশি কোন বয়সী পুরুষদের? ফাইল ফটো


মদ্যপানে আসক্তি রয়েছে অনেকেরই। ম্প্রতি বিশ্বের নামকরা জার্নাল ল্যানসেটে প্রকাশিত করেছে একটি গবেষণা, যেখানে জানানো হয়েছে কোন বয়সী পুরুষদের মদ্যপানে বেশি ঝুঁকি।

যদিও মদ্যপানের প্রবণতা ক্রমেই বাড়ছে বিভিন্ন বয়সীদের মধ্যে। তবে বেশি বয়সীদের তুলনায় মদ্যপানে ঝুঁকি বেশি যুবকদের। অন্তত এমনই ইঙ্গিত ল্যানসেটে প্রকাশিত সাম্প্রতিক এই গবেষণাপত্রে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের অধ্যাপিকা ইমানুয়েলা গাকিডেউয়ের নেতৃত্বে চালানো হয় এই গবেষণা। গবেষকরা ২০৪টি দেশের ১৫ থেকে ৯৫ বছর বয়সী ব্যক্তিদের ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত চিকিত্‍সা সংক্রান্ত তথ্য ঘেঁটে দেখেছেন।

আর সেই গবেষণার ফল বলছে, মদ্যপানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ১৫ থেকে ৩৯ বছর বয়সী পুরুষদের।

গবেষকরা আরও জানাচ্ছে, অ্যালকোহল সংক্রান্ত স্বাস্থ্যহানি থেকে শুরু করে চোট আঘাত ও দুর্ঘটনা, মোট ২২ ধরনের বিপত্তির ৬০ শতাংশই ঘটে এই বয়সী পুরুষদের।

গবেষকদের মতে, ১০ গ্রাম বিশুদ্ধ অ্যালকোহলকে যদি একক হিসেবে দেখা হয়, তবে তার ০.১৩৬ অংশের বেশি অ্যালকোহল পান করা উচিত নয় এই বয়সী পুরুষদের। দৈনিক এই পরিমাণের বেশি মদ্যপান করলেই দেখা দিতে পারে ক্ষতিকর প্রভাব। নারীদের ক্ষেত্রে এই মাত্রা এক এককের ০.২৭৩ ভাগ।