০৪ মে ২০২৪, শনিবার, ১০:২৮:০৬ পূর্বাহ্ন


বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নার্সের মৃত্যু
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২৩
বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নার্সের মৃত্যু রোজী খাতুন। ছবি: সময় সংবাদ


পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী রোজী খাতুনের (৩৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক সলেমান (২৫) গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোজী খাতুন উপজেলার আরামবাড়িয়া এলাকার আফজাল হোসেনের মেয়ে। তিনি ঈশ্বরদীতে আলো জেনারেল হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন৷

জানা যায়, এদিন সকালে রোজী নিজের বাসা থেকে মোটরসাইকেলে তার কর্মস্থল আলো জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন৷ যাওয়ার পথে ঈশ্বরদী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে স্থানীয়রা রোজী ও মোটরসাইকেল চালক সলেমানকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোজীকে মৃত ঘোষণা করে।

এছাড়া মোটরসাইকেল চালক সলেমানের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে আছে।