২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:৫৯:৫৫ অপরাহ্ন


বরগুনায় শুঁটকি পল্লীতে মিললো ২০ টন হাঙ্গর
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৩
বরগুনায় শুঁটকি পল্লীতে মিললো ২০ টন হাঙ্গর বরগুনার পাথরঘাটায় জব্দ করা হাঙ্গর। ছবি: সময় সংবাদ


বরগুনার পাথরঘাটায় একটি শুঁটকি পল্লী থেকে ২০ টন হাঙ্গর জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (২০ আগস্ট) দুপুরের পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শুঁটকি পল্লী থেকে মাছগুলো জব্দ করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ড। জব্দ করা মাছের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার একটি শুঁটকি পল্লীতে অভিযান চালায় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা। এসময় ওই শুঁটকি পল্লী থেকে ২০ টন হাঙ্গর জব্দ করা হয়। যা বন বিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেয়া হয়।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার কোন জেলে সমুদ্রে হাঙ্গর শিকার করে বলে আমার জানা নেই। তবে সমুদ্রে ইলিশসহ অন্যান্য মাছ শিকার করার জালে মাঝে মাঝেই হাঙ্গর ধরা পড়ে, যা অনিচ্ছাকৃত ঘটনা বলে জানান তিনি।