১৯ মে ২০২৪, রবিবার, ০১:৩৬:২৮ অপরাহ্ন


পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ৫
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২৪
পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ৫ পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ৫


রাজশাহীর পুঠিয়া হতে ৭৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম  গাঁজাসহ পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রোববার (৫ মে) রাত ১০টায় পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্ব পাড়া গ্রামের মোঃ শফিক আহমেদের ছেলে মোঃ জোবায়ের আহমেদ (২২), একই গ্রামের মোঃ বাবলু হাসানের ছেলে মোঃ সিজান আলী (২০), বানেশ্বর মিস্ত্রী পাড়া গ্রামের তপন কুমানের ছেলে তরুণ কুমার (২৬), বানেশ্বর মধ্যপাড়া গ্রামের -মোঃ আহাদ আলীর ছেলে মোঃ শাকিল আহমেদ (২২) ও মৃত বাচ্চু মন্ডলের ছেলে মোঃ রিংকু ইসলাম (২৬)।

সোমবার (৬ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫। 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রামের জনৈক খলিল সরকারের গোডাউনের পূর্ব-দক্ষিণ দিকের ফাঁকা জায়গায় কতিপয় মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত ১০টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে ৭৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম  গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরূদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।