০৬ মে ২০২৪, সোমবার, ০৫:৩১:৩৬ পূর্বাহ্ন


গুলশান থেকে ৪৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার, পাজেরো গাড়ি জব্দ
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১০-০৮-২০২৩
গুলশান থেকে ৪৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার, পাজেরো গাড়ি জব্দ গুলশানে র‌্যাবের অভিযানে উদ্ধার বিদেশি মদ। ভিডিও থেকে নেয়া ছবি


রাজধানীর গুলশান থেকে ৪৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব। এ সময় একটি পাজেরো গাড়ি জব্দ ও এক মাদক কারবারিকে আটক করা হয়। তবে পালিয়ে যান গাড়ির মালিক ও আরেক মাদক কারবারি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব-১।  তারা বলছে, জব্দ না করলে হয়তো এতক্ষণে মদগুলো পৌঁছে যেত গ্রাহকের কাছে।

র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের চালানটি আটকে দেয়া হয়। আটক করা হয় মাদক কারবারি জুয়েলকে।

তবে পালিয়ে যান অন্তত সাতটি মামলার আসামি ও গাড়ির মালিক বাবু শেখ। র‍্যাব বলছে, এর পেছনে আরও দুজন জড়িত।

চক্রটি চার বছর ধরে বার, রেস্টুরেন্টসহ বিভিন্ন জায়গায় মদ ও অন্যান্য মাদক সরবরাহ করে আসছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হওয়ার পাশাপাশি তারা যেসব জায়গায় মাদক সরবরাহ করত, সেসব জায়গায়ও অভিযান চালানো হবে।