গুলশান থেকে ৪৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার, পাজেরো গাড়ি জব্দ


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 10-08-2023

গুলশান থেকে ৪৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার, পাজেরো গাড়ি জব্দ

রাজধানীর গুলশান থেকে ৪৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব। এ সময় একটি পাজেরো গাড়ি জব্দ ও এক মাদক কারবারিকে আটক করা হয়। তবে পালিয়ে যান গাড়ির মালিক ও আরেক মাদক কারবারি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব-১।  তারা বলছে, জব্দ না করলে হয়তো এতক্ষণে মদগুলো পৌঁছে যেত গ্রাহকের কাছে।

র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের চালানটি আটকে দেয়া হয়। আটক করা হয় মাদক কারবারি জুয়েলকে।

তবে পালিয়ে যান অন্তত সাতটি মামলার আসামি ও গাড়ির মালিক বাবু শেখ। র‍্যাব বলছে, এর পেছনে আরও দুজন জড়িত।

চক্রটি চার বছর ধরে বার, রেস্টুরেন্টসহ বিভিন্ন জায়গায় মদ ও অন্যান্য মাদক সরবরাহ করে আসছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হওয়ার পাশাপাশি তারা যেসব জায়গায় মাদক সরবরাহ করত, সেসব জায়গায়ও অভিযান চালানো হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]