০৪ মে ২০২৪, শনিবার, ০৩:৪৩:৩৫ পূর্বাহ্ন


চাটমোহরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন প্রদান
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-০৮-২০২৩
চাটমোহরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন প্রদান চাটমোহরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন প্রদান


পাবনার চাটমোহরে ৭ জন দরিদ্র মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয় ৭ জন দরিদ্র মহিলার হাতে। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেলাইমেশিন বিতরণের উদ্যোগ নেয় মহিলা বিষয়ক অধিদপ্তর।

চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমুখ।