০৩ মে ২০২৪, শুক্রবার, ১১:৩৯:২৪ অপরাহ্ন


ঈশ্বরদীতে বালুর স্তূপে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৩
ঈশ্বরদীতে বালুর স্তূপে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত


পাবনার ঈশ্বরদীতে বালু চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী সাঁড়া ঘাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সাঁড়া ৫ নম্বর ঘাট এলাকার হাসান আলীর ছেলে জিহাদ হোসেন (১০) ও একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে হিমেল (৯)। তারা দুজনই সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয়রা জানান, সাঁড়া ঘাটের ব্লকপাড়ার পদ্মা নদীর তীরে বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর স্তূপের নিচে খেলছিল জিহাদ ও হিমেল। বৃষ্টিতে বালুর স্তূপ ভেঙে দুজনের ওপর পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে গিয়ে বালুর স্তূপে পা বের হয়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার জানান, দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তাদের দেখতে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছি।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসকরা তাদের মৃত অবস্থায় পান।