০৪ মে ২০২৪, শনিবার, ১০:১৭:১৯ পূর্বাহ্ন


বদলে গেলো টুইটারের লোগো
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৪-০৭-২০২৩
বদলে গেলো টুইটারের লোগো ফাইল ফটো


আনুষ্ঠানিকভাবে নীল পাখিকে বিদায় জানাল টুইটার।

পরিবর্তে এল টুইটারের নতুন লোগো। যেখানে একটি কালো ব্যাকগ্রাউন্ডে অতি সাধারণ সাদা রঙে লেখা রয়েছে ইংরেজি অক্ষর 'X'। টুইটারের মালিকানা এলন মাস্কের হাতে আসার পর এই পরিবর্তনটি মূলত সমাজ মাধ্যমটির নতুনভাবে ব্র্যান্ডিং করার প্রচেষ্টার অংশ।

সোমবার সমাজ মাধ্যমটির কর্ণধার সান ফ্রান্সিসকোতে টুইটারের সদর দপ্তরে এক্স ব্র্যান্ডিংয়ের একটি ছবি টুইট করে লেখেন, '‌আজ রাতে আমাদের সদর দপ্তর'‌। বহুদিন থেকেই স্পেসএক্স এবং টেসলা কর্ণধারের 'X' অক্ষরের প্রতি একটি আলাদা দুর্বলতা রয়েছে। এর আগে ১৯৯৯ সালে, তিনি X.com নামে একটি অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা প্ল্যাটফর্ম শুরু করেন, যা পরে পেপাল (PayPal) নামে পরিচিতি পায়। পরে ২০১৭ সালে, মাস্ক X.com ডোমেনটি আবার কিনে নেন। রবিবার সেই ডোমেনটিকে নতুনভাবে টুইটারের মাধ্যমে ব্যবহার করার ঘোষণা করেন এলন মাস্ক।