১৩ মে ২০২৪, সোমবার, ০৩:৩২:৪৫ পূর্বাহ্ন


এক শতকে ফারজানার যত রেকর্ড
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০৭-২০২৩
এক শতকে ফারজানার যত রেকর্ড ছবি: সংগৃহীত


ইতিহাস গড়লেন ফারজানা হক পিংকি। এমন এক রেকর্ড গড়ে ইতিহাসে ঠাঁই নিয়েছেন তিনি, যা এর আগে এই দেশের হয়ে কেউ পারেননি। বাংলাদেশী নারীদের মাঝে ওয়ানডে ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নিয়েছেন ফারজানা।

১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মেহরাব হোসেন অপির ১০১ রানের ইনিংসটি ছিল ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। দুই যুগ পর এসে এবার মেয়েদের ক্রিকেটে প্রথম ওয়ানডে সেঞ্চুরির কীর্তি গড়লেন ফারজানা হক।

শুধু মেহরাব নয়, ফারজানা বসে গেছেন টাইগার দলপতি তামিম ইকবালের সাথেও। এতদিন পর্যন্ত দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটে সেঞ্চুরি ছিল শুধুই তামিমের, এবার এই কীর্তিতেও ভাগ বসালেন ফারজানা। নিঃসন্দেহে বড় অর্জন এটি।

শনিবার (২২ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই কীর্তি গড়েন ফারজানা। ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ১৫৬ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ফারজানা। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে খেলেন ১৬০ বলে ৭ চারে ১০৭ রানের ইনিংস।

শতক করার পথে ফারজানা খেলে আসেন পুরো পঞ্চাশ ওভার। ইনিংসের প্রথম বল থেকে একদম শেষ বল পর্যন্ত মাঠে ছিলেন তিনি। শামিমা সুলতানার সাথে ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ বলে রান আউট হয়ে ফেরেন দলের চতুর্থ ব্যাটার হিসেবে। বাংলাদেশ পায় ২২৫ রানের সংগ্রহ।

প্রথম বাংলাদেশী নারী ও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে আর আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সেঞ্চুরি করেছেন তিনি। সবমিলিয়ে নারীদের আন্তর্জাতিক ক্রিকেটেই যা তিন নম্বর সেঞ্চুরি। এর আগে নেপালে মালদ্বীপের সাথে একই টি-টুয়েন্টি ম্যাচে নিগার সুলতানা আর ফারজানা উভয়েই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা।

ফারজানাই একমাত্র বাংলাদেশী নারী, যার ওয়ানডে ক্রিকেটে রয়েছে হাজারের বেশি রান। তাছাড়া আজকের শতকের মধ্য দিয়ে প্রথম বাংলাদেশী নারী ব্যাটার হিসেবে স্পর্শ ১০টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েন তিনি। প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে পেয়েছেন ওয়ানডেতে ১০০ বাউন্ডারির দেখাও!