২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:২১:৪০ অপরাহ্ন


অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশী আটক
নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০২-২০২২
অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশী আটক অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশী আটক


জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার(২৮ ফেব্রুয়ারি) ভোরে পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের সোনাতলা এলাকা থেকে তাদের আটক করে (বিজিবি)।  

আটককৃরা হলেন:পাঁচবিবি উপজেলার হাটখোলা গ্রামের ফচির উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন (৪৫) ও পশ্চিম উচনার মৃত হেছাব উদ্দিনের ছেলে সাহাবুল (৩৫)। জয়পুরহাট-২০ বিজিবির হাটখোলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার নইমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে। তিনি জানান, আটক ব্যক্তিরা সোমবার ভোররাতে উপজেলার হাটখোলা সীমান্তের সোনাতলা এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিলেন। এসময় শূন্য রেখায় দায়িত্বরত বিজিবির সদস্যরা দু’জন বাংলাদেশি নাগরিককে আটক  করে। পরে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আটকদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলা হয়েছে।

সোমবার বিকেলে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

রাজশাহীর সময় /এএইচ