২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৩:০৬:০৭ অপরাহ্ন


টাইগারদের লক্ষ্য আফগানদের হোয়াইটওয়াশের লজ্জা দেওয়া
ক্রিড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৮-০২-২০২২
টাইগারদের লক্ষ্য আফগানদের হোয়াইটওয়াশের লজ্জা দেওয়া টাইগারদের লক্ষ্য আফগানদের হোয়াইটওয়াশের লজ্জা দেওয়া


আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তবে এবার টাইগারদের লক্ষ্য আফগানদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা দেওয়া।

সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ব্যাটিং নৈপুণ্যে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৮ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। আর সোমবার (২৮ ফেব্রুয়ারি) সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিতে পারলে আফগানদের প্রথম হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে ২০১৭ সালে প্রথম ৩ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলে বাংলাদেশ। ওই বছর বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

এদিকে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে আরও ১০ পয়েন্ট তুলে নিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও জয় চায় বাংলাদেশ। সিনিয়রদের সহযোগিতায় এখন দায়িত্ব নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তরুণরা বলে মত টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও জিতলে সুপার লিগে আরও ১০ পয়েন্ট যোগ হবে, যা তাদের আরও এগিয়ে নেবে।

এদিকে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের ফলে ১০০ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ। ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দুইয়ে ও ৭৯ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের তিন নম্বরে আছে। এখন দেখার বিষয়, তৃতীয় ম্যাচে বাংলাদেশ জয় পায় কি না।

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

রাজশাহীর সময় / এম আর