এদিকে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে আরও ১০ পয়েন্ট তুলে নিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও জয় চায় বাংলাদেশ। সিনিয়রদের সহযোগিতায় এখন দায়িত্ব নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তরুণরা বলে মত টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও জিতলে সুপার লিগে আরও ১০ পয়েন্ট যোগ হবে, যা তাদের আরও এগিয়ে নেবে।
এদিকে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের ফলে ১০০ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ। ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দুইয়ে ও ৭৯ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের তিন নম্বরে আছে। এখন দেখার বিষয়, তৃতীয় ম্যাচে বাংলাদেশ জয় পায় কি না।
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
রাজশাহীর সময় / এম আর