১৮ মে ২০২৪, শনিবার, ০৩:১৪:৫৩ অপরাহ্ন


ঈদে মনের মানুষের আরও প্রিয় হয়ে উঠবেন যেভাবে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৩
ঈদে মনের মানুষের আরও প্রিয় হয়ে উঠবেন যেভাবে ছবি: সংগৃহীত


আপনার এ চেষ্টায় ঈদের খুশি আর আনন্দ যেন আরও একটু বেশি পূর্ণতা পাবে। তাই আজ থেকেই কিছু বিষয় মেনে চলা শুরু করে দিন। যেমন-

১।  প্রিয়জনের ভালো লাগা কিংবা মন্দ লাগার বিষয়গুলোর তথ্য সংগ্রহ করুন। প্রিয়জনের ভালো না লাগার বিষয়গুলো গুরুত্ব দিন এবং তা করা থেকে বিরত থাকুন।
২।  প্রিয়জনকে ভালোলাগার অনুভূতি না জানিয়ে বরং তা প্রকাশ করুন কাজের মাধ্যমে।
৩। প্রিয় মানুষদের প্রশংসা করতে একদমই ভুলবেন না। এতে প্রিয়জনের যেমন আরও প্রিয় হওয়া যায় তেমনি তার কনফিডেন্স লেভেল বাড়ে।৪। নিজের মধ্যে প্রিয়জনের জন্য কেয়ারিং আর শেয়ারিং মানসিকতাগুলো বাড়াতে ভুলবেন না। কেননা এ গুণটি ছাড়া কোনো সম্পর্কের ভিতই মজবুত হয় না।
৫। যেকোনো সম্পর্কেই ঝগড়া বিবাদ লাগবে এটাই স্বাভাবিক। চেষ্টা করুন, এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে। তর্ক না করে যুক্তি দিয়ে সমস্যার সমাধান করুন।


৬। এ সব চেষ্টাই ব্যর্থ হয়ে যাবে যদি আপনি প্রিয়জনের ব্যাপারে সৎ ও একনিষ্ঠ না থাকেন। তাই সম্পর্কে সিরিয়াস থাকুন। তাহলেই সব সম্পর্কগুলোকে এক সঙ্গে জুড়ে রাখতে পারবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত।