১৩ মে ২০২৪, সোমবার, ০৬:১৪:৫৩ অপরাহ্ন


চেলসি ছেড়ে সৌদির ক্লাবে মেন্ডি
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৬-২০২৩
চেলসি ছেড়ে সৌদির ক্লাবে মেন্ডি এডুয়ার্ডো মেন্ডি। ছবি: সংগৃহীত


সৌদি আরবের তারকা সদাই চলছেই। রোনালদো-বেনজেমাদের পথ অনুসরণ করে সৌদি প্রো লিগে গেলেন এডুয়ার্ডো মেন্ডি। আল আহিলে যোগ দিয়েছেন চেলসিতে খেলা সেনেগালের গোলরক্ষক। তিন বছর চেলসিতে থাকার পর জেদ্দার ক্লাবটির সাথে চুক্তি করেছেন তিনি।

মেন্ডি ২০২০-২১ মৌসুমে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ১০৫ ম্যাচে ৪৯টি ক্লিনশিট রেখে গেলেন ব্লুজদের ডেরায়। ওই মৌসুমে উয়েফার সেরা গোলরক্ষক হয়েছিলেন। ২০২১ সালে ফিফার সেরা গোলরক্ষকও নির্বাচিত হন।

শুধু ক্লাব ফুটবলেই নয়, আন্তর্জাতিক ফুটবলেও দক্ষতার ছাপ রেখেছেন সেনেগালের গোলরক্ষক। আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে গুরুত্বপূর্ণ পেনাল্টি বাঁচিয়ে দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন মেন্ডি।

চেলসির হয়ে মোট ১০৫টি ম্যাচ খেলেছেন মেন্ডি। এর মধ্যে ৩০ ম্যাচে তাকে রুখতে পারেননি প্রতিপক্ষ দলের ফুটবলারেরা।