ভয়াবহ পরিস্থিতি ব্রাজিলের একটা অংশে। ফুটবলের দেশ ব্রাজিলে এখন হাহাকার। অতিরিক্ত বৃষ্টি, বন্যা পরিস্থিতিতে বানভাসি ব্রাজিলের দক্ষিণ অঞ্চলের বিস্তীর্ণ জায়গা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৫ জনের মারা যাওয়ার খবর এসেছে। ব্রাজিলের এই প্রাকৃতিক বিপর্যয় প্রায় ২০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। শেষ প্রাথমিক পাওয়া খবরে ১৩২ জন মানুষ নিখোঁজ আছে। ফুটবল সম্রাট পেলের দেশে এখন কান্না ও হাহাকারের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আর দেখা যাচ্ছে বিস্তীর্ণ জলরাশি একাধিক জনপদ যেন গিলে নিয়েছে।
ব্রাজিলের সরকার জানাচ্ছে, অতি বর্ষণের কারণে বন্যা দেখা দিয়েছে একাধিক জায়গায়। ব্রাজিলের রাজধানী পোর্টো আলেগ্রে কার্যত গোটা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। বিমান পরিষেবা বন্ধ। বাস, ট্রেন পরিসেবাও আগে বন্ধ হয়ে গিয়েছে। সড়ক পথগুলো হয়ে গিয়েছে যেন নদী।
ব্রাজিলের রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে রাজ্যটিও ভয়াবহ বন্যার কবলে। রাজ্যের বহু প্রদেশ জলের তলায়। ত্রাণ ও উদ্ধারকাজ চললেও পরিস্থিতি আয়ত্তের মধ্যে নেই। প্রচুর মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে। বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। কিন্তু কত মানুষ নিখোঁজ? তার বিস্তারিত তথ্য প্রশাসনের কাছে আসেনি বলেই খবর।
বৃষ্টির কারণে দক্ষিণ ব্রাজিলে নদীর জলতল আরও বেড়েছে। সেখানে ১৪৫ জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। বাড়িঘর ভেসে গিয়েছে বহু মানুষের। আশ্রয়হীন হয়ে ত্রাণ শিবিরে প্রায় দুই লক্ষ মানুষ। এল নিনোর কারণে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হয়েছে। তারই বিধ্বংসী রূপ এভাবে ফুটবলের দেশে প্রভাব ফেলল। সেই কথা আন্দাজ করা হচ্ছে।
শেষ পাওয়া খবরে ১৩০ জন নিখোঁজ। ৬ লক্ষ ১৯ হাজার মানুষকে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ব্রাজিলের রাজধানী শহরের রাস্তাঘাট এখন যেন নদী। রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু গাড়ি এখন জলের তলায়। বাড়িঘরের জিনিসপত্র জলের ভেসে যাচ্ছে। নৌকা নামানো হয়েছে শহরের বুকে। কোনও বাড়ির দোতলা পর্যন্ত জলের ডুবে গিয়েছে। মৃত প্রাণীদের শরীর ভাসছে জলে।