২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০২:৫০:২৮ অপরাহ্ন


বিশ্বকাপে অনিশ্চিত তাসকিন
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২৪
বিশ্বকাপে অনিশ্চিত তাসকিন তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত


চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলননি তাসকিন আহমেদ। চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। টাইগার এই পেসারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাসকিনের ইনজুরি প্রসঙ্গে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেছিলেন, ‘তাসকিন শেষ ম্যাচে (চতুর্থ ম্যাচে) বোলিং করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যথা অনুভব করে। সেই ব্যথার কারণে পঞ্চম ম্যাচ খেলানো হয়নি। সে পর্যবেক্ষণে রয়েছে।’

এই পেসারের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তার স্ক্যান রিপোর্ট এখনও হাতে আসেনি। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

রোববার (১২ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে। তিনি বলেছিলেন, ‘শুনেছি (তাসকিনের ইনজুরির খবর)। আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে।’

বিসিবি প্রধান আরও বলেছিলেন, ‘যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে কী করবো। এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না (দেখবো)। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’