২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:২৯:২৫ অপরাহ্ন


রাজশাহীতে ২১ চাঁদাবাজ গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২৪
রাজশাহীতে ২১ চাঁদাবাজ গ্রেফতার রাজশাহীতে ২১ চাঁদাবাজ গ্রেফতার


রাজশাহী জেলার বাগমারা, দূর্গাপুর ও পুঠিয়া হতে ২১ জন চাঁদাবাজ চক্রের সদস্য গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১২ মে) দুপুর আড়াইটায় বাগমারা, দূর্গাপুর ও পুঠিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ দুলাল মন্ডল, মোঃ নাঈম শাহ, মোঃ তোফাজ্জল খাঁ, মোঃ আলমগীর, মোঃ আলামিন, মোঃ বিলাস উদ্দিন, মোঃ মিঠু শেখ, মোঃ আসাদ হাসান, মোঃ বাবু, মোঃ আবু হেনা ওরফে বাদল, মোঃ সজিব ইসলাম, মোঃ নাহিদুল ইসলাম, শ্রী হিরু চন্দ্র পাল, । মোঃ আমিরুল হক, মোঃ খলিলুর রহমান ওরফে সুজন, মোঃ আঃ মজিদ, মোঃ ওয়াহাব আলী, মোঃ মালেক উদ্দিন, মোঃ মহসিন আলী, মোঃ আবু জাফর ও মোঃ খোকন।

এসময় তাদের কাছ হতে চাঁদা আদায় রশিদ বই-৮টি, টালী খাতা-২টি এবং চাঁদা আদায়কৃত নগদ ৬১১৯/-টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১৩ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত চাঁদাবাজরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে সিএনজি, অটোরিক্সা এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। যদি কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় মারধর এবং গাড়ী ভাংচুর করে।

গ্রেফতারকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা, দূর্গাপুর ও পুঠিয়া থানায় চাঁদাবাজি মামলা চলমান রয়েছে।