১০ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:৪৩:২৬ অপরাহ্ন


রাজশাহী জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৭
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-০২-২০২২
রাজশাহী জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ ফাইল ফটো


রাজশাহী জেলায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু করে বুধবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম।   

রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ৪ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ১ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে। 

যার মধ্যে ১৫ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। 

গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ ইউনুস আলী(৩২) কে ১০গ্রাম হেরোইন, ২নং মোঃ জাহিদ(৪৫) কে ৫গ্রাম হেরোইন, ৩নং শ্রী নিল কান্ত(২৬) ও ৪নং মোঃ আনোয়ার হোসেন ওরফে সুমন(২৮) কে ৭বোতল ফেন্সিডিলসহ আটক করে। 

তানোর থানা পুলিশ ১নং মোঃ আম্বিয়া রহমান(৩৫) কে ১৫পিচ ইয়াবা, ২নং শ্রীমতি ফিলমিনা সরেন(৩৩) কে ১০০লিটার চোলাইমদ ও ৩নং সুনিল টুডু(৫৪) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। 

বাগমারা থানা পুলিশ ১নং মোঃ আব্দুল জব্বার(৬৫) কে ৫লিটার দেশী তৈরী চোলাইমদ, ২নং মোঃ আবুল হোসেন ওরফে আব্দুল(৫০) কে ৪০গ্রাম গাঁজা, ৩নং মোঃ জামাল প্রাং(৩৫) ও ৪নং মোঃ আসাদুল প্রাং(৩৬) কে ১০৫গ্রাম গাঁজাসহ আটক করে। 

দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ ওয়াজ নবী(৪৭) ও ২নং মোঃ রাজা ইসলাম(২০) কে ২৫গ্রাম গাঁজাসহ আটক করে। 

পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ রবিউল ইসলাম(৩০) কে ৩গ্রাম হেরোইনসহ আটক করে। 

বাঘা থানা পুলিশ ১নং মোঃ তরিকুল ইসলাম ওরফে তপন(৩৫) কে ৭বোতল ফেন্সিডিলসহ আটক করে।

গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহীর সময় / এএইচ