১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ০৪:৩৪:৫৯ পূর্বাহ্ন


ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দিনমজুরের মৃত্যু
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৪
ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দিনমজুরের মৃত্যু ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দিনমজুরের মৃত্যু


দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বুদু মিঞা (৪০) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ৮টা ৫০ মিনিটে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের দক্ষিণ (ফুলবাড়ী-বিরামপুর) রাউটার সিগনাল সংলগ্ন বারোকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুদু মিঞা বারোকোনা গ্রামের আইসক্রিম বিক্রেতা আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার মো. বারিকুল্লাহ্ জানান, বৃহস্পতিবার রাত ৮টা ৫০মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী (৭৪৮ ডাউন) সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী স্টেশন থেকে ছেড়ে বিরামপুর অভিমুখে যাওয়ার পথে স্টেশনের দক্ষিণে রাউটার সিগনাল সংলগ্ন বারোকোনা গ্রামে বুদু মিঞা নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরে পার্বতীপুর রেলওয়ে থানায় খবর দেয়া হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।