০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১০:২৫:৩৪ পূর্বাহ্ন


রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বার্তা
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৪
রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বার্তা রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বার্তা


রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বার্তা দেখা গেছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। কলেজের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামলারও প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনা তদন্তে হয়েছে তদন্ত কমিটিও।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রশাসন ভবনের ডিজিটাল বোর্ডে ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও ফিরবে ভয়ংকর রূপে সাবধান! RGMSC-XR IMRAN’ লেখা স্ক্রল হচ্ছে। মুহূর্তেই এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ নিয়ে তোলপাড় শুরু হয়। এভাবে কলেজের বোর্ডে নিষিদ্ধ ছাত্র সংগঠনের হুঁশিয়ারি বার্তা প্রচার হওয়ায় অনেকেই দায়িত্বশীলদের শাস্তির দাবি জানাচ্ছেন।

এই ভিডিও দেখে সোমবার সকালে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে তারা স্থান ত্যাগ করেন।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, রোববার বিকাল ৫টা থেকে ডিজিটাল বোর্ডে ওই লেখাটি দেখা গেছে বলে তিনি জেনেছেন। ৫টা ২০ মিনিটে বিষয়টি জানতে পেরে তিনি বোর্ডটি বন্ধ করে দেন।

এ ঘটনায় রোববারই মহানগরীর বোয়ালিয়া থানায় জিডি করা হয়েছে। এখন সন্দেহভাজন একজনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কে বা কারা এটি করেছে তা জানার চেষ্টা চলছে।

অধ্যক্ষ আরও জানান, এ ঘটনায় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আবদুল মতিনকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও করা হয়েছে। সোমবারই কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুসারে তারা ব্যবস্থা নেবেন। পাশাপাশি পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।