দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা মৃত্তিকা খেলা ঘরের উদ্যোগে "এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি" শীর্ষক মুক্তিযুদ্ধের স্মৃতি চারণমূলক গল্পের আসর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় এ আসর অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ও সেই চেতনা তাদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে “আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের তিপ্পান্ন বছর” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় বেগম আফতাবুন নেছা মাল্টিমিডিয়া স্কুল চত্বরে শিশু-কিশোরদের নিয়ে এ আসরের আয়োজন করা হয়।
এতে মূখ্য আলোচক হিসেবে মহান মুক্তিযুদ্ধের গল্প শোনান খেলা ঘর এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দিনাজপুর জেলা কমিটির উপদেষ্টা নূরুল মতিন সৈকত।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলা ঘরের সদস্য ও মৃত্তিকা খেলা ঘরের উপদেষ্টা এসএম নুরুজ্জামান জামান, শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কমরেড গোলাম কিবরিয়া, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, মৃত্তিকা খেলা ঘরের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক জেরিন তাসমিন জামান নিঝুম, বর্তমান সাধারণ সম্পাদক নাসিম মাহমুদ, বেগম আফতাবুন নেছা মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক সহকারী অধ্যাপক এসএম আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক বিপ্লব দাস টুঙ্কু প্রমুখ।
পরে সেখানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।