১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৩:১৫ পূর্বাহ্ন


চিনের ঝুহাইয়ে গাড়ির নীচে চাপা পড়ে ৩৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৪
চিনের ঝুহাইয়ে গাড়ির নীচে চাপা পড়ে ৩৫ জনের মৃত্যু চিনের ঝুহাইয়ে গাড়ির নীচে চাপা পড়ে ৩৫ জনের মৃত্যু


চিনে বেপরোয়া গাড়ির ধাক্কায় ৩৫জনের মৃত্যু হয়েছে। একই সময় আরও ৪৩ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় চিনের ঝুহাইয়ে এ দুর্ঘটনা ঘটেছে।  তাঁদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার ঝুহাই পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যার ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সে সময় একটি অনুষ্ঠান দেখতে চিনের দক্ষিণাঞ্চলের শহর ঝুহাইয়ের একটি ক্রীড়া কেন্দ্রের বাইরে জড়ো হয়েছিলেন এক দল মানুষ। তখনই বেপরোয়া গতিতে একটি গাড়ি এসে তাঁদের কয়েকজনকে পিষে দেয়। আহত হন আরও বহু মানুষ। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

ওই গাড়ির চালককে ইতিমধ্যেই শনাক্ত করেছে পুলিশ। ৬২ বছরের ওই বৃদ্ধ ঝুহাইয়েরই বাসিন্দা। জানা গিয়েছে, সে সময় ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন বিপত্নীক ওই ব্যক্তি। শেষমেশ পুলিশ কোনও মতে তাঁকে থামায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধ। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এটি নিছক দুর্ঘটনা, না কি ইচ্ছাকৃত ভাবে ওই ঘটনা ঘটিয়েছেন বৃদ্ধ, তা-ও স্পষ্ট নয়। ঘটনায় তদন্ত শুরু করেছে ঝুহাই পুলিশ। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রেসিডেন্ট শি জিনপিংও আহতদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।