রাজশাহীর চারঘাটে ৪৫কেজি ১০০ গ্রাম গাঁজা-সহ মোঃ ইয়াসিন (৪৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টায় চারঘাট মডেল থানাধীন চারঘাট ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ ইয়াসিন (৪৫), সে চারঘাট থানার পরানপুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রছিকুল আলম।
তিনি জানান, শুক্রবার রাতে চারঘাট মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানাধীন পরানপুর গ্রামে অভিযুক্ত মোঃ ইয়াসিনের বসতবাড়ির পশ্চিমপাশের টয়লেটের পিছনে গাঁজার গাছ চাষাবাদ, পরিচর্যা ও উৎপাদন করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে রোপণকৃত তিনটি কাঁচা তাজা বড় গাঁজার গাছ (মূলকান্ড, ডালপালা ও পাতা-সহ) সর্বমোট ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা-সহ তাকে গ্রেফতার করে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ ওসির নেতৃত্বে চারঘাট মডেল থানার এসআই মোঃ আলমগীর হোসেন ও ফোর্স সোর্স।
এ ব্যপারে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা রুজু হয়েছে।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।