০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৮:৩২ অপরাহ্ন


পাকিস্তানের কোয়েটা স্টেশনে বোমা বিস্ফোরণ! ২৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৪
পাকিস্তানের কোয়েটা স্টেশনে বোমা বিস্ফোরণ! ২৬ জনের মৃত্যু পাকিস্তানের কোয়েটা স্টেশনে বোমা বিস্ফোরণ! ২৬ জনের মৃত্যু


ফের পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৬জনের মৃত্যু হয়েছে। এতে আহত ৬০ জনের বেশি আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার বালুচিস্তানের কোয়েটা রেলস্টেশনে এ বিস্ফোরণের  ঘটনা ঘটে।

পুলিশের ধারনা, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। তবে কে বা কারা বিস্ফোরণের নেপথ্যে জড়িত তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোন সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এ প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার সকালে কোয়েটার রেলস্টেশন এলাকা আচমকাই কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। তখন স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। ছাড়ার আগে ট্রেনে ওঠার জন্য যাত্রীরা হুড়োহুড়ি করছিলেন। সে সময়ই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

কোয়েটার এসএসপি মহম্মদ বালোচ জানিয়েছেন, ঘটনার সময় স্টেশনে কমপক্ষে ১০০ জন উপস্থিত ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের সদশ্যরা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই বালুচিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ স্কুলছাত্র-সহ সাত জনের মৃত্যু হয়েছিল। বালুচিস্তান প্রদেশের মাসতাং এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছিল, রাস্তার পাশে একটি মোটারসাইকেলে রাখা বোমা বিস্ফোরণ হয়। পুলিশ তদন্তে জানতে পারে, দূর থেকে রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার বিস্ফোরণ ঘটলো বালুচিস্তানে।