২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০১:৫২:৩০ পূর্বাহ্ন


ফলের গায়ে স্টিকার থাকে কেন?
ফারহানা জেরিন:
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৩
ফলের গায়ে স্টিকার থাকে কেন? ফলের গায়ে স্টিকার থাকে কেন?


বাজারে এরকম অনেক ফল আসে যার গায়ে স্টিকার লাগানো থাকে। কলা, আপেল,কমলালেবু, ন্যাশপাতি, তরমুজের গায়ে লাগানো থাকে এই স্টিকার।

অনেকেই ভেবে নেন, ফলের গায়ে লাগানো এই স্টিকারগুলো বোধহয় গুণমানের পরিচায়ক। শুধু তাই নয়, কেউ কেউ ভাবেন, এই ফলগুলো বোধহয় বিদেশ থেকে আমদানি করা। কিন্তু সত্যিই কি তাই?

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া’ বা ‘এফএসএসএআই’ বলছে, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের স্টিকার ব্যবহার করা হয় ফলের গুণমান, দাম ও কী ধরনের প্রক্রিয়ায় ফলটি উৎপাদিত হয়েছে তা বুঝতে।

কিন্তু এ দেশে আদৌ এমন কোনও নিয়ম নেই। বরং এই ধরনের স্টিকার ব্যবহার করা হয় ফলের খুঁত ঢাকা দিতে কিংবা ফলগুলি অন্য ফলের তুলনায় ভাল প্রমাণ করতে।

শুধু ভারত নয়, স্টিকারের মাধ্যমে ভোক্তাকে বিভ্রান্ত করার বিষয়টি অন্য অনেক দেশেও হয়ে থাকে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

এ ধরনের আঠায় ব্যবহৃত রাসায়নিক উল্টো ফল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।