২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০১:৫৭:২৩ পূর্বাহ্ন


৫টি সুফল পেতে কামরাঙ্গা ব্যবহার করতে পারেন
ফারহানা জেরিন
  • আপডেট করা হয়েছে : ৩০-০৪-২০২৩
৫টি সুফল পেতে কামরাঙ্গা ব্যবহার করতে পারেন ফাইল ফটো


টকমিষ্টি ফল কামরাঙ্গা। এই ফল কাঁচা অবস্থায় দেখতে সবুজ এবং পাকলে হলুদ। এটি টক স্বাদযুক্ত বা টকমিষ্টি হতে পারে। কোনও কোনও গাছে একাধিকবার বা পুরো বছরই ফল পাওয়া যায়। ভিটামিন এ ও সি এর ভালো উত্‍স এটি। এর রয়েছে অনেক পুষ্টিগুণ।

কামরাঙ্গার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক-

১। ত্বকের সমস্যায়- কামরাঙ্গায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। যা ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা প্রতিরোধে কাজ করে।

২। উচ্চ রক্তচাপ কমাতে- এই ফল শরীরে ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কমায়। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও এতে কিছু পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

৩। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে- ডায়াবেটিস রোগীরা নিয়মিত কামরাঙ্গা খেতে পারেন। এতে শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

৪। চুলের বৃদ্ধিতে- এই ফল অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে ভরপুর। এটি ত্বকের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি চুলেরও বৃদ্ধিতে সাহায্য করে।

৫। হজমক্রিয়ার উন্নতিতে- আঁশের উপস্থিতির কারণে কামরাঙ্গা হজমক্রিয়ার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের হজম জনিত সমস্যা আছে তাদের জন্য এটি খুবই উপকারী ফল।