রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাসপাতালের ২৯/৩০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তিনি মারা যান। মারা যাওয়া বৃদ্ধ নাটোর জেলার বাসিন্দা। এর বাইরে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত করোনা ইউনিটে কোনো রোগী মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন পুরুষ রোগী মারা গেছেন। তার বয়স ৬১ বছরের ওপরে। এর বাইরে গত এক দিনে হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।
এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৪০ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৮ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন।
বর্তমানে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ৯ জন, নাটোরের ৫ জন, পাবনার ৪ জন, চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন এবং ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষায় ৩টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহীর ৭৪টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে একটিতে। জেলায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।
রাজশাহীর সময় /এএইচ