নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (১ মার্চ) গভীর রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ এলাকার মৃত জামাল হোসেনের ছেলে মোঃ মিজান আলীর পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। মোঃ মিজান আলী বলেন, প্রায় ২.৫ একর জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি।
এবার পুকুরে রুই কাতলা তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
পুকুরের মালিক মোঃ মিজান আলী জানান, প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে তিনটি বিষের বোতল পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
সিংড়া থানার অফিসার্চ ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।