চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কমল (২৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) দুপুর পৌনে ১টার দিকে জেলার নাচোল উপজেলার জালমাছকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কমল নাচোল ইউনিয়নের মোহাম্মদপুর জালমাছকুড়ি এলাকার বত্রিশ বারোয়ারের ছেলে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মাঠে ধান কাটতে গিয়েছিলেন কমল। এই সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মারা যান।
নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।