ভারতের তামিলনাড়ুর শিবকাশীর আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। তাদের মধ্যে পাঁচ জন মহিলা এবং তিন জন পুরুষ রয়েছে। নিহতরা সকলেই ওই কারখানার শ্রমিক। পাশাপাশি আচমকাই এই বিস্ফোরণের জেরে ১২ জন দগ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে কারখার মধ্যে সাতটি ঘর ভেঙে পড়েছে ।
তবে সূত্রের খবর এই কারখানা রয়েছে আতশবাজি তৈরির লাইসেন্স।
বৃহস্পতিবার কি করে আচমকা শিবকাশী আতশবাজি কারখানায় বিস্ফোরণ হল তা এখন জানা যায়নি। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। বর্তমানে জোর কদমে চলছে উদ্ধারকাজ। আশঙ্কা করা হচ্ছে, এখন কারখানার মধ্যে বেশ কয়েকজন আটকে রয়েছে। তবে এখন নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের দেহ ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে। পাশাপাশি আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে কি করে এমন ভয়াবহ বিস্ফোরণ হল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
উল্লেখ্য, শিবকাশী ভারতের আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসাবে বেশ পরিচিত। এই জায়গায় বিপুল পরিমাণে আতশ বাজি উৎপাদিত হয়ে থাকে। আর সেখানে কি করে এমন বিস্ফোরণ হয় তা নিয়ে উঠছে প্রশ্ন। শিবাকাশী অবস্থিত তামিলনাড়ুর বিরুধুনগর জেলায়।