গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইন-সহ মোঃ জুয়েল রানা (২৬), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৮ মে) বিকাল রাত পৌনে ১০টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন সাহাব্দীপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ জুয়েল রানা (২৬), সে গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলাম। তিনি জানান, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, গোদাগাড়ী থানাধীন উজানপাড়া এলাকায় মোঃ জুয়েল রানা’র বসতবাড়ির গেইটের সামনে একব্যক্তি অবৈধ হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়েল রানাকে আটক করে জেলা ডিবি’র এসআই মোঃ ইনামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তবে তার সাথের অপর এক সহযোগী মাদক কারবারী মোঃ রাজু আহম্মেদ (৪০), কৌশলে পালিয়ে যায়। সে একই থানার সারাংপুর গ্রামের মো: দুরুল হুদার ছেলে।
এ ব্যপারে তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।