২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৫:৫৫:০৪ পূর্বাহ্ন


সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২৪
সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে


সাঁতারের পোশাক পরে প্রথম ফ্যাশন শো অনুষ্ঠিত হল সৌদি আরবে। সাঁতারের পোশাকে পুলের ধারে হাঁটলেন মডেলরা। যে দেশে এক দশক আগেও মহিলাদের আপাদমস্তক ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক ছিল, সেই রক্ষণশীল ইসলামিক দেশে এ হেন আয়োজন অবশ্যই বড় চমক। পুলসাইড ফ্যাশন শো-টির আয়োজনে ছিলেন মরোক্কোর ডিজ়াইনার ইয়াসমিনা কানজ়াল। তিনি জানান, বেশির ভাগই লাল, হলদে-বাদামী ও নীল রঙের ওয়ান-পিস স্যুট পরানো হয়েছিল মডেলদের।

কানজ়াল বলেন, ‘‘সৌদি আরব সত্যিই রক্ষণশীল দেশ। তাই এমন সাঁতারের পোশাক বেছে নেওয়া হয়েছিল, যা আরব দুনিয়ার প্রতিনিধিত্ব করতে পারে।’’ তাঁর কথায়, ‘‘প্রথম এ রকম কিছু হল এ দেশে। ঐতিহাসিক মুহূর্ত। আমার জন্য এই ফ্যাশন শোয়ে অংশ নিতে পারা গর্বের।’’