২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:২৮:২৮ পূর্বাহ্ন


সিংড়ায় সরিষা চাষীদের নিয়ে মাঠ দিবস
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২৩
সিংড়ায় সরিষা চাষীদের নিয়ে মাঠ দিবস সিংড়ায় সরিষা চাষীদের নিয়ে মাঠ দিবস


নাটোরের সিংড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরিষা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় সিংড়া পৌরসভার ৪নং ওয়ার্ড মাদারীপুর বাসষ্ট্যান্ড এলাকায় কৃষক আলহাজ্ব মোবারক হোসেনের সভাপতিত্বে  এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক অংশ নেন।

মাঠ দিবসে বক্তব্য দেন,  উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সেলিম রেজা, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবীদ খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসান, আবু রায়হান, কৃষক আব্দুল খালেব,কৃষক মিজানুর রহমান প্রমূখ।

বক্তারা বারি-১৪ সরিষার গুনগতমান ও ফলন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।