ভুল-বোঝাবুঝি সম্পর্কে এক অবিচ্ছেদ্য অংশ। তাই বলে দূরে সরে যাবেন? কঠিন এই সময়ে দুজনে চান একে অপরের সাথে থাকতে কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার অবস্থায় দাঁড়িয়ে। তবু সব ঠিক করে নিতে চাইছেন। কিন্তু পারছেন না? এমন অবস্থায় কয়েকটি পদক্ষেপ নেয়া উচিত। চেষ্টা না করলে যে দূরত্ব দূরত্বেই থেকে যাবে।
যা করবেন সম্পর্ক ঠিক রাখতে—
বিশ্বাস রাখা: সব সম্পর্কের মূল চাবিকাঠি বিশ্বাস। একে অপরের প্রতি বিশ্বাস না থাকলে সম্পর্কে শ্রদ্ধাবোধও থাকে না। বিশ্বাস করে ভালোবাসুন বা ভালোবাসায় বিশ্বাস রাখুন। মনের মানুষকে বিশ্বাস করতে পারার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। তাই বিশ্বাস বজায় রাখুন।
কথা বলুন: অভিমান করে নিজের মনের কথা না বলায় কোনো কৃতিত্ব নেই। বরং ক্ষতি করতে পারে। যদি কোনো কাজে বা কথায় খারাপ লেগে থাকে, তবে তা নিজের মধ্যে চেপে না রেখে বলে দিন। এতে হয়ত সব সমস্যার সমাধান হয়ে যাবে।
মতের মিল: নিজেদের মিলের জায়গাগুলো খুঁজে বের করুন। মতান্তর হতেই পারে। তার মাঝে যেন হারিয়ে না যায় মতের মিলের জায়গাগুলো। সঙ্গীকে সেইসব মনে করিয়ে দিন। যাতে দুজনের মনে পড়ে দূরত্ব তৈরি হলেও কিছু জায়গায় এখনও এক দুজনে।