২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:০৩:৫৩ পূর্বাহ্ন


এই ঘরোয়া উপাদানগুলো ব্যবহারে সহজেই খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন, জেনেনিন সেগুলো
ফারহানা জেরিন:
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৩
এই ঘরোয়া উপাদানগুলো ব্যবহারে সহজেই খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন, জেনেনিন সেগুলো ফাইল ফটো


খুশকির যন্ত্রণায় নারী-পুরুষ উভয়ই ভুগে থাকেন। এর থেকে পরিত্রাণ পেতে কত কিনা করেন সবাই। তবে কোনোভাবেই মুক্তি মেলে না। জানেন কি, বিরক্তিকর এই খুশকি থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায় বেশ কার্যকর।

এক্ষেত্রে ঘরে থাকা দুটি উপাদানই খুশকির সমস্যা থেকে মুক্তি দেবে। তাও কোনো রকম ঝামেলা ছাড়াই। এই উপাদান দুটির যে কোনো একটি আপনি খুশকির সমস্যা সমাধানের জন্য ব্যবহার করতে পারেন। যা খুবই কার্যকরী। দেরি না করে চলুন জেনে নেয়া যাক সেই দুটি পদ্ধতি সম্পর্কে-

নারকেল তেল

নারকেল তেল খুশকির প্রকোপ কমাতে বেশ সহায়ক। এছাড়া এই তেল স্ক্যাল্প ইনফেকশনের সম্ভাবনাও অনেক কমিয়ে দেয়। সপ্তাহে দুইবার চুলের গোড়ায় সামান্য উষ্ণ নারকেল তেল মালিশ করলে দ্রুত উপকার মিলবে।

টকদই

খুশকির সমস্যায় টকদই খুব কার্যকরী। খুশকি দূর করতে টকদই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এভাবে চুলে টকদই ব্যবহার করুন। দ্রুত ফলাফল পেয়ে যাবেন