মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীকে ধর্ষণের পর খুনের ঘটনায় ঘরবাড়ি ভাঙচুর হল জলপাইগুড়ির পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের বালাপাড়ায়। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
নিহত ছাত্রীর পরিবারের অভিযোগ, শনিবার সন্ধায় ছাত্রীর ঘরে ঢুকে কয়েকজন দুষ্কৃতী তাকে ধর্ষণ করে খুন করে পালিয়ে গেছে। এলাকারই লোকজন এমনটা ঘটিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। খবর পেয়ে পুলিশ এসে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
রবিবার সকালে এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ প্রতিবাদে একজোট হন। সকলেরই দাবি, ছাত্রীটিকে খুন করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবকের বাড়িও ভাঙচুর করেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আসেন স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্তারা। তারা এসে পরিস্থিতি সামাল দেন। এরপর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় হাজির হন ছাত্রীর পরিবারের সদস্যরা এবং এলাকার শতাধীক স্থানীয়রা। এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে নিহতের পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ।