০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:২২:০৯ অপরাহ্ন


ফেসবুকের বন্ধুত্ব ১০ লক্ষ টাকা খোয়ালেন তরুণী
সুমাইয়া তাবাসুম :
  • আপডেট করা হয়েছে : ৩১-১২-২০২২
ফেসবুকের বন্ধুত্ব ১০ লক্ষ টাকা খোয়ালেন তরুণী ফেসবুকের বন্ধুত্ব ১০ লক্ষ টাকা খোয়ালেন তরুণী


অনলাইনে বন্ধুত্ব পাতিয়ে ভুল বুঝিয়ে এক তরুণীর কাছ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

পাঞ্জাবের অমৃতসরে এ ঘটনা ঘটে । প্রতারিত তরুণীর নাম মনপ্রীত কৌর। সূত্রের খবর, ফেসবুকের মাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। ওই যুবক নিজেকে ব্রিটেনের বাসিন্দা বলে পরিচয় দেয় তরুণীর কাছে। অল্প সময়ের মধ্যেই বন্ধুত্ব বাড়ে, ফোন নাম্বার বিনিময় হয় দুজনের মধ্যে।

এর কিছুদিন পর ওই যুবক  জানায়, সে বিদেশ থেকে বন্ধুর জন্য উপহার পাঠিয়েছে। কিন্তু শুল্ক দফতরে তা আটকে রয়েছে। সেখান থেকে তা ছাড়াতে গেলে ১০ লক্ষ টাকা দিতে হবে তরুণীকে। যুবকের কথা মতো ১০ লক্ষ টাকা প্রতারক প্রেমিকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন তরুণী। তারপর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় যুবক।’

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন তরুণী। পুলিশ জানিয়েছে, প্রতারণার অভিযোগে একটি মামলার রুজু করা হয়েছে। অভিযুক্ত সত্যি ব্রিটেনের নাগরিক, নাকি সে নাম ও পরিচয় ভাঁড়িয়ে জালিয়াতি করে চলেছে তা খুঁজে বের করার চেষ্টা করবে পুলিশ।