বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছুরি দিয়ে কুপিয়ে দাদাকে খুন করেছে একই পরিবারের মহিলাসহ পাঁচজন সদস্য।
মধ্যপ্রদেশের হরদা জেলার দুধকুচ গ্রামে এ ঘটনা ঘটে । মৃত যুবকের নাম জিতেন্দ্র দামাদে।
সূত্রের খবর, ২২ বছর বয়সি জিতেন্দ্রর বোনকে উত্যক্ত করত এক যুবক। অভিযুক্ত তাঁর মোবাইলে অশালীন মেসেজ পাঠাত বলে দাদাকে জানিয়েছিলেন বোন। এরপরেই গত বৃহস্পতিবার অভিযুক্তের বাড়িতে যান জিতেন্দ্র। ঘটনার প্রতিবাদ করেন তিনি।
এরপরেই তাঁর উপর চড়াও হয় ২৬ বছর বয়সি ওই যুবক ও তার দুই ভাই। তার সঙ্গে যোগ দেয় ওই তিনজনের বাবা-মাও। একটি ছুরি নিয়ে জিতেন্দ্র বুকে ও পেটে কোপ মারতে শুরু করে তারা। ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন জিতেন্দ্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ঘটনায় ৫ অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন জিতেন্দ্রর পরিবারের লোকজন। রাহাতগাঁও থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজ উইকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বোনকে উত্যক্ত করার প্রতিবাদ জানিয়েছিলেন জিতেন্দ্র। তার জেরেই খুন হতে হয় তাঁকে।
তিনি আরও জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব হয়েছেন জিতেন্দ্র পরিজনরা। অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবিও তুলেছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, ঘটনায় পাঁচজন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।